ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।আজকে আপনাদের জন্য ইসলামিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আসলাম যেখানে আপনি আশাকরি অনেক প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন আপনার মনের অজান্তে অনেক কষ্ট হয়তো।


 আপনি এই পোস্টে পেয়ে যাবেন তার উত্তর পেয়ে যাবেন আর আমাদের এই পোস্টটি আসলে মনোযোগ দিয়ে পড়লে আপনি ইসলামিক সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।





ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১. মৃত্যুর পর নেককার বান্দাদের রূহ যে জায়গায় থাকে তার নাম কি?


উ: ইল্লিয়্যীন।



২. আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত?


উ: জান্নাতুল ফিরদাউস।



৩. জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি?


উ: আল্লাহর দিদার।



৪. জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কার হবে?


উ: নাবী (সা) এর চাচা আবু তালিবের।



৫. জাহান্নামের দারোগার নাম কি?


উ: মালিক।



৬. কুরআনের সর্বপ্রথম আদেশ কি?


উ: পড়।



৭. কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে?


উ: সূরা বাক্বারাহ।



৮. কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি?


উ: আয়াতুল কুরসী (সূরা বাকারার ২৫৫ নং আয়াত)



৯. কুরআনুল কারীমে মোট কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে?


উ: ২৫ জন।



১০. কুরআনুল কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশী উল্লেখ হয়েছে?


উ: মূসা (আ)।



১১. কোন সূরার অপর নাম 'সূরা ফুসসিলাত'?


উ: সূরা হা-মীম সাজদাহ্।



১২. জাহান্নামের ফেরেশতা কয়জন?


উ: ১৯ জন।



১৩. জাহান্নামের আগুনের রঙ কি?


উ: কালো।



১৪. কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল?


উ: সা'দ বিন মুআয (রা)।



১৫. জান্নাতের সুগন্ধ কত দূূরের পথ থেকে পাওয়া যাবে?


উ: ১০০ বছরের পথ থেকে।



১৬. কয়টি উটের যাকাত ফরয?


উ: ৫ টি।



১৭. কয়টি গরুতে যাকাত ফরয?


উ: ৪০



১৮. রমজানের রোযা কত হিজরীতে ফরয হয়েছে?


উ: ২ হিজরীতে।



১৯. হূদ নবীর জাতির নাম কী ছিল?


উ: আ'দ।



২০. সালেেহ নবীর জাতির নাম কি ছিল?


উ: সামূদ।



২১. ফিরিশতা গোসল দিয়েছেন কোন সাহাবীর?


উ: হানযালা (রা)।



২২. মহানবী (সা) এর উপনাম কি ছিল?


উ: আবুল কাসেম।



২৩. বদর যুদ্ধে কতজন সাহাবা শহীদ হন?


উ: ১৪ জন।



২৪. কোন নবীর মাথাকে করাত দিয়ে চিরা হয়েছিল?


উ: যাকারিয়া (আ)।



২৫. কোন নবী পাখির ভাষা বুঝতেন?


উ: সুলাইমান (আ)।



ঈমান সম্পর্কে প্রশ্ন উত্তর


১. প্রশ্ন : 'ঈমান' শব্দের অর্থ কী? ঈমান কতো প্রকার ও কী কী?



২. প্রশ্ন : ঈমানের মধ্যে কয়টি দিক রয়েছে?



৩. প্রশ্ন : ঈমানের তিনটি দিক কী কী?



৪. প্রশ্ন : 'ইসলাম' শব্দের অর্থ কী?



৫. প্রশ্ন : মুসলিম কে?



৬. প্রশ্ন : মুমিন কে?



৭. প্রশ্ন : মুমিনদেরকে আল্লাহ তায়ালা কী পুরস্কার দিবেন?



৮. প্রশ্ন : ঈমানের শাখা কয়টি?



৯. প্রশ্ন : ঈমান ও ইসলামের মধ্যকার সম্পর্ক কেমন?



১০. প্রশ্ন : ইসলাম কীসের বহিঃপ্রকাশ ?



ঈমান সম্পর্কে প্রশ্নের উত্তর


১. উত্তর : ‘ঈমান' শব্দের অর্থ বিশ্বাস। দুই প্রকার, এক ঈমানে মুজমাল (সংক্ষিপ্ত ঈমান) দুই ঈমানে মুফাসসাল (বিস্তারিত ঈমান ) । 



২. উত্তর : তিনটি 



৩. উত্তর : অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী কাজ করা। 



৪. উত্তর : আনুগত্য ও আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। 


৫. উত্তর : যিনি ইসলামের বিধান অনুসারে চলেন তিনি মুসলিম। 



৬. উত্তর : যিনি ঈমান আনেন তিনি মুমিন । 



৭. উত্তর : জান্নাতুল ফিরদাউস পুরস্কার দিবেন। 



৮. উত্তর : ঈমানের শাখা সত্তরটি। 



৯. উত্তর : শিকড়ের সাথে গাছের কাণ্ড, শাখা-প্রশাখা ও পত্র-পল্লবের যে সম্পর্ক, ঈমানের সাথে ইসলামেরও সেই সম্পর্ক। 



১০. উত্তর : ইসলাম ঈমানের বহিঃপ্রকাশ।



আল্লাহ সম্পর্কে প্রশ্ন উত্তর


১. প্রশ্ন : একমাত্র আদি ও অনাদি কে ? 



২. প্রশ্ন : আল্লাহর আকার কীরূপ?



৩. প্রশ্ন : আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা ভাবা কী?



৪. প্রশ্ন : পৃথিবীতে সর্বাধিক উচ্চারিত শব্দ কোনটি?



৫. প্রশ্ন : আল্লাহকে অস্বীকারকারীকে কী বলে?



৬. প্রশ্ন : আল্লাহর গুণবাচক নাম কতোটি ?



৭. প্রশ্ন :আল্লাহ সম্পর্কে পূর্ণাঙ্গ সূরা কোনটি?



৮. প্রশ্ন : আল্লাহর সত্ত্বা ও গুণাবলিকে বিশ্বাস করার বিধান কী?



৯. প্রশ্ন : আল্লাহর গুণবাচক নামগুলোকে কী বলা হয়? 



১০. প্রশ্ন : আল্লাহর একত্ববাদে বিশ্বাস করাকে কী বলে?



১১. প্রশ্ন : 'মুহাইমিন' শব্দের অর্থ কী?



১২. প্রশ্ন : গাফুর, গাফফার, রাজ্জাক, সামাদ, আলীম এসব কার নাম ?



১৩. প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে পার্থিব সম্পদের প্রকৃত মালিকানা কার ?



১৪. প্রশ্ন : আর-রাহমানু' শব্দের অর্থ কী?



১৫. প্রশ্ন : 'আল হাফীয়ু' শব্দের অর্থ কী?



১৬. প্রশ্ন : 'আল্লাহ্' শব্দের অর্থ কী?



১৭. প্রশ্ন : 'খোদা' শব্দটি কোন ভাষা হতে উদ্ভূত এবং এর অর্থ কী?



১৮. প্রশ্ন : আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেন?



১৯. প্রশ্ন : 'আল্লাহ' শব্দ পবিত্র কুরআন শরীফে কতোবার উচ্চারিত হয়েছে?



২০. প্রশ্ন : এ দুনিয়ার সব কিছু আল্লাহ কতো দিনে সৃষ্টি করেছেন?



আল্লাহর সম্পর্কে সকল প্রশ্নের উত্তর


১. উত্তর : সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা ও প্রতিপালক মহান আল্লাহ। 



২. উত্তর : আল্লাহ নিরাকার। তিনি অশরীরী সত্তা। আলেমগণের মতে, তিনি তাঁরই মতো। 



৩. উত্তর শিরক 



৪. উত্তর : আল্লাহ। 



৫. উত্তর : আল্লাহকে অস্বীকারকারীকে কাফির বলে। 



৬. উত্তর : আল্লাহর গুণবাচক নাম নিরানব্বইটি। 



৭. উত্তর : আল্লাহ সম্পর্কে পূর্ণাঙ্গ সূরা ইখলাস। 



৮. উত্তর : ফরজ । 



৯. উত্তর : আল্লাহর গুণবাচক নামগুলোকে আসমাউল হুসনা বলে 



১০. উত্তর : আল্লাহর একত্ববাদে বিশ্বাস করাকে তাওহীদ বলে। 



১১.উত্তর : 'মুহাইমিন' শব্দের অর্থ আশ্রয়দাতা। 



১২. উত্তর : গাফুর, গাফফার, রাজ্জাক, সামাদ, আলীম এসব আল্লাহ তাআলার গুণবাচক নাম। 



১৩. উত্তর : আল্লাহর (তবে মানুষ ভোগের অধিকারী)। 


১৪. উত্তর : অসীম দয়াময়। 



১৫. উত্তর : মহারক্ষক। 



১৬. উত্তর : 'আল্লাহ্' শব্দটি মহান রাব্বুল আলামীনের ইসমে জাত। দুনিয়ার কোনো ভাষাতেই এ শব্দের কোনো বিকল্প শব্দ হতে পারে না। এ শব্দের অনুবাদও অন্য কোনো ভাষাতে সম্ভব নয়, অবশ্য আল্লাহ্র গুণবাচক নামসমূহের অনুবাদ বা সমার্থবোধক বিকল্প শব্দ ব্যবহার করার অনুমতি আছে। 



১৭. উত্তর : 'খোদা' শব্দটি ফারসি ভাষা হতে উদ্ভূত, এর অর্থ স্বয়ষু। 



১৮. উত্তর : হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়ে ওয়াসাল্লামের নূর। অন্য মতে কলম। 



১৯. উত্তর : ২,৫৮৪ বার; মতান্তরে ২,৬৯৭ বার। 



২০. উত্তর : এ দুনিয়ার সব কিছু আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url