জোহরের নামাজের নিয়ম ও নিয়ত
জোহরের নামাজের নিয়ম ও নিয়ত। বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো জোহরের নামাজের নিয়ম ও নিয়ত তো আশা করি আপনাদেরকে সঠিক নিয়ম ও নিয়ত আপনাদের সাথে আলোচনা করবো আর যদি আমার কোন ভুল হয়ে থাকে বা আমার নিয়ম বা নিয়তে যদি কোন ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কোন জায়গায় আপনাদের কে চেঞ্জ করে দিলে যে সঠিক নিয়ম হবে
জোহরের নামাজের নিয়ম
পাঁচ অক্ত নামাজের মধ্যে দ্বিতীয় হল জোহরের নামাজ জোহরের নামাজের অনেক ফজিলত রয়েছে আর আমাদের প্রত্যেক মুসলমানদের জানার দরকার।
কোন নামাজে কিরকম ফজিলত আছে তাই প্রত্যেকটা নামাজের গুরুত্বপূর্ণ তাই জোহরের নামাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জ্বর নামাজ কিভাবে পড়তে হয়। কি নিয়ত করতে হয় এবং কি কি সুরা দিয়ে পড়লে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং কোন কোন সময় পর্ব জোহরের নামাজ গুলো আর দুপুরের পর থেকেই জোহরের নামাজ শুরু হয়ে যায়।
জোহরের নামাজ হলো আপনার ১২ রাকাত ভারতের মধ্যে হল চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত নফল দুই রাকাত সুন্নত।
চার রাকাত সুন্নত আপনাকে নিজে পড়তে হবে তারপর যে ৪ রাকাত ফরজ আপনার ঈমানের পিছনে পড়া সবচেয়ে উত্তম তারপর হলো দুই রাকাত সুন্নত তারপর দুই রাকাত নফল
যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত
نويت أن أصلى لله تعالى اربع ركعات صلوة الظهر سنة
رسول الله تعالى مـتـوجـهـا إلـى جـهـة الكعبة الشريفة الله
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ' রাকআতি ছালাতিজুরি ছুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা নিয়ত: আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য যোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার।
যোহরের চার রাকাত ফরয নামাজের নিয়ত
نويت أن أصلى لله تعالى أربع ركعات صلوة الظهر فرض
الله تعالى متوجها إلى جهة الكعبـة الـشـريـفـة الله أكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ' রাকআতি সলাতিজ্জুরি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্রবার।
বাংলা নিয়ত: আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য যোহরের চার রাকয়া’ত ফরজ নামাজের (এই ইমামের পিছনে) আদায় করিতেছি, আল্লাহু আকবার।
[জামাআতে ইমামের পিছনে নামাজ আদায় করা হলে নিয়ত করার সময় ফারদুল্লাহি তায়ালা বলার পর বলতে হবে ইকতাদাইতু বিহাযাল ইমাম তারপর বাকী অংশ বলবে।]