সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর

 সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর।হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি প্রশ্নের স্টপ যেটা সরাসরি ইসলামিক প্রশ্নের উত্তর এবং প্রশ্ন কারণ অনেক সময় অনেক বেশি পাওয়া যায় যেখানে শুধু প্রশ্ন আছে উত্তর পাওয়া যায় না।


 আজকে আমাদের এই পেজ থেকে আপনি সরাসরি প্রশ্ন এবং উত্তর একই সাথে পেয়ে যাবেন ইসলামিক তো আর আমাদের এসব পোস্ট গুলা এবং এই প্রশ্নের উত্তর গুলো আমরা ইন্টারনেট থেকে কানেক্ট করা আছে যদি কোন উত্তর আমাদের ভুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন




সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর


ইসলামিক প্রশ্ন উত্তর আপনাদের জন্য নিচে কিছু দেয়া হলো আর এখান থেকে আপনারা চাইলে অনেক প্রশ্ন উত্তর ও আপনার পেয়ে যাবেন আর আপনাদের যদি কোন প্রশ্ন থাকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন

প্রশ্নঃ সূরা আর রূম’-এর অর্থ কী?

উত্তরঃ রােমান জাতি।


প্রশ্নঃ সূরা লােকমান’ কার নামে নামকরণ করা হয়েছে?

উত্তরঃ লােকমান (আ.)-এর।


প্রশ্নঃ সূরা আয যারিয়াত’-এর অর্থ কী?

উত্তরঃ প্রবল বাতাস।


প্রশ্নঃ সূরা আন নাজম’-এর অর্থ কী?

উত্তরঃ তারকারাজি।


প্রশ্নঃ সূরা আল ক্বামার’-এর অর্থ কী?

উত্তরঃ চন্দ্র।


প্রশ্নঃ সূরা আর রাহমান’-এর অর্থ কী?

উত্তরঃ পরম করুণাময়।


প্রশ্নঃ সূরা আল ওয়াকি’আহ’-এর অর্থ কী?

উত্তরঃ নিশ্চিত ঘটনা।


প্রশ্নঃ সূরা আল হাশর’-এর অর্থ কী?

উত্তরঃ সমাবেশ।


প্রশ্নঃ সূরা আল মুমতাহিনা’-এর অর্থ কী?

উত্তরঃ নারী, যাকে পরীক্ষা করা হবে।


প্রশ্নঃ সূরা আস সফ’-এর অর্থ কী?

উত্তরঃ সারিবন্দী সৈন্যদল।।


প্রশ্নঃ সূরা আল জুমুআহ’-এর অর্থ কী?

উত্তরঃ সম্মেলন।


প্রশ্নঃ সূরা আল মুনাফিকুন’-এর অর্থ কী?

উত্তরঃ কপট বিশ্বাসীগণ।


প্রশ্নঃ সূরা আত তাগাবুন’-এর অর্থ কী?

উত্তরঃ মােহ অপসারণ।


প্রশ্নঃ সূরা আত তালাক’-এর অর্থ কী?

উত্তরঃ তালাক (ছেড়ে দেওয়া)।


প্রশ্নঃ সূরা আত তাহরীম’-এর অর্থ কী?

উত্তরঃ নিষিদ্ধকরণ।


প্রশ্নঃ সূরা আল মুলক’-এর অর্থ কী?

উত্তরঃ সার্বভৌম কতৃত্ব।


প্রশ্নঃ সূরা আল কালাম’-এর অর্থ কী?

উত্তরঃ কলমটি।


প্রশ্নঃ সূরা আল হাক্কাহ’-এর অর্থ কী?

উত্তরঃ নিশ্চিত সত্য।


প্রশ্নঃ সূরা আল মা’আরিজ’-এর অর্থ কী?

উত্তরঃ উন্নয়নের সােপান।


প্রশ্নঃ প্রথম রসূলের নামে কোন সূরার নামকরণ করা হয়েছে?

উত্তরঃ সূরা নূহ।।


প্রশ্নঃ সূরা আশ শামস’-এর অর্থ কী?

উত্তরঃ সূর্য।


প্রশ্নঃ সূরা আল লাইল’-এর অর্থ কী?

উত্তরঃ রাত্রি।


প্রশ্নঃ সূরা আদ দুহা’-এর অর্থ কী?

উত্তরঃ পূর্বাহ্নের সূর্যকিরণ।


প্রশ্নঃ সূরা আল ইনশিরাহং-এর অর্থ কী?

উত্তরঃ বক্ষ প্রশস্তকরণ।


প্রশ্নঃ সূরা আত তীন’-এর অর্থ কী?

উত্তরঃ ডুমুর।


প্রশ্নঃ সূরা আল আলাক’-এর অর্থ কী?

উত্তরঃ রক্তপিণ্ড।


প্রশ্নঃ সূরা ক্বাদর’-এর অর্থ কী?

উত্তরঃ মহিমান্বিত।


প্রশ্নঃ সূরা আল বাইয়্যিনাহ-এর অর্থ কী?

উত্তরঃ সুস্পষ্ট প্রমাণ।



প্রশ্নঃ দোয়ার মাধ্যমে কোন সূরাগুলাে শেষ হয়েছে?
উত্তরঃ সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা ও সূরা আল মু’মিনূন।

প্রশ্নঃ মাদানি সূরায় কতটি সেজদা রয়েছে?
উত্তরঃ ৩টি সেজদা রয়েছে। সূরা হাজ্জে ২টি ও সূরা রা’দে ১টি।

প্রশ্নঃ কোন সূরাটি ঈসা (আ.)-এর একটি মুজেযার নামে নামকরণ করা হয়?
উত্তরঃ সূরা মায়িদা।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় প্রথম সেজদা পাওয়া যায়?
উত্তরঃ সূরা আ’রাফে।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কতটি সূরা হরফে মুকাত্‌তা’আত দ্বারা শুরু হয়েছে?
উত্তরঃ ২৯টি সূরা।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কতটি সূরায় ঐ সূরার নাম নেই?
উত্তরঃ ৩টি সূরায়। সূরা ফাতিহা, আম্বিয়া, ইখলাস।

প্রশ্নঃ সূরা তীন-এ আয়াত সংখ্যা কত?
উত্তরঃ ৮টি।

প্রশ্নঃ মুনাফেকদের আলােচনা কোন সূরাগুলােতে বেশি এসেছে?
উত্তরঃ মাদানি সূরাগুলােতে।

প্রশ্নঃ কোন সূরায় আল্লাহ তাআলা উদ্ভিদের নামে কসম করেছেন?
উত্তরঃ সূরা তীন।



আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আমাদের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর পোস্টটি শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানা প্রয়োজন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url