চিত্রসহ মহিলাদের নামাজের নিয়ম
চিত্রসহ মহিলাদের নামাজের নিয়ম।সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আপনাদের জন্য নতুন আইডি প্রশ্নে আসলাম যে পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন চিত্রসহ মহিলাদের নামাজের সঠিক নিয়ম এবং কিভাবে নামাজটা বলে আপনার সঠিক ভাবে সকল কিছু বিস্তারিত আলোচনা করা হবে আমার এই পোষ্টের মাধ্যমে
মহিলার নামাজের নিয়ম চিত্র সহকারে
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।
চিত্রসহ মহিলাদের নামাজের নিয়ম
চিত্রসহ মহিলাদের নামাজের নিয়ম
চিত্রসহ মহিলাদের নামাজের নিয়ম
পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য
তাকবীর: পুরুষেরা তাকবীরের জন্য কান পর্যন্ত তাদের উভয় হাত উঠানো ও মহিলারা তাদের কাধ পর্যন্ত হাত উঠানো সুন্নাত।
দাড়ানো: পুরুষেরা তাকবীরের পর তাদের বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে দু হাত বাধবে এবং মহিলারা তাদের বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপর হাত বাধবে।
রুকূ: পুরুষেরা রুকূ করার সময় তাদের হাতের আঙ্গুল হাটুর উপর সামান্য পরিমান ফাকা করে রাখবে, মহিলাদের ক্ষেত্রে তাদের আঙ্গুলগুলো ফাকা রাখবে না।
সিজদা: সিজদার সময় পুরুষদের পেট হাটু থেকে পৃথক থাকবে এবং উভয় হাত কবজি থেকে কনুই পর্যন্ত মাটি থেকে পৃথক থাকবে এবং মহিলাদের ক্ষেত্রে তাদের পেট হাটুর সাথে মিলিয়ে থাকবে এবং তাদের উভয় হাতের কনুই মাটির উপর সমানভাবে রেখে শরীরের সাথে মিশিয়ে রাখবে।
বৈঠক: নামাজের বৈঠকের সময় পুরুষে বাম পা মাটিতে বিছিয়ে তার উপর বসবে, এবং ডান পায়ের পাতা খাড়া রেখে আঙ্গুলগুলো কেবলামুখী রাখবে। মহিলারা তাদের দুপ ডান পার্শে রেখে বাম পার্শ্বে বসবে।