ছোট দরুদ শরীফ বাংলা উচ্চারণ
ছোট দরুদ শরীফ সমূহ।বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো ছোট দুরুদ শরীফ এবং তার বাংলা উচ্চারণ এবং আরবি সকল কিছু এবং এটার ফজিলত নিয়ে কথা হবে আমার এই পোষ্টে
![]() |
ছোট দরুদ শরীফ বাংলা উচ্চারণ |
ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ
বাংলা অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।
সবচাইতে ছোট যেই দুরুদ হলো
صلى الله عليه وسلم
বাংলা উচ্চারণঃ সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।
বাংলা অর্থঃ আল্লাহ তাঁর (মুহা’ম্মদের) প্রতি সালাত (দয়া) ও সালাম (শান্তি) বর্ষণ করুন।
দুরুদ শরীফ কখন পড়তে হয়?
নবী (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলা আমার উপর দশবার দরুদ পাঠ করবে এবং বিকাল বেলা দশবার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে।” ইমাম তাবরানী হাদীসটি দুইটি সনদে সংকলন করেছেন, যার একটি সনদ হাসান। মাজমাউ’য যাওয়ায়েদঃ ১০/১২০, সহীহুত তারগীব ওয়াত তারহীবঃ ১/২৭৩।
এরকম দোয়া ও দরুদ সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেক দোয়া ও দুরুদের মাঝে সরাসরি শিরক ও কুফরি কথাও উল্লেখ আছে। অনেকে এগুলো পাঠ করছে। তাই এখনি এসব থেকে সাবধান হতে হবে।