পাঁচ ওয়াক্ত সালাতের মোট কত রাকাত ফরজ

 পাঁচ ওয়াক্ত সালাতের মোট কত রাকাত ফরজ।হ্যালো আজকে আপনাদেরকে জানাবো পাঁচ ওয়াক্ত নামাজের মোট কয় রাকাত ফরজ আদায় করতে হয় অনেকে হয়ত জানেন তাদের জন্য না আর যারা জানেন না তাদের জন্য আমার এই আজকে আর্টিকেল লেখাটা আছে করে আমার এখান থেকে সঠিক রেজাল্ট আপনারা পেয়ে যাবেন

পাঁচ ওয়াক্ত সালাত

১. ফজর কত রাকাত ফরজ

২. জোহর কত রাকাত ফরজ

৩. আসর কত রাকাত ফরজ

৪. মাগরিব কত রাকাত ফরজ

৫. ইশা কত রাকাত ফরজ




কারো উপর নামাজ ফর‌জ বা অবশ্যকরণীয় হওয়ার জন্য শর্তগুলো হলো:–


মুসলিম হওয়া;


সাবালক হওয়া


সুস্থ মস্তিষ্কের (মানুষ) হওয়া।


নিম্নের পাঁচটি কারণ সংঘটিত হলে নামাজ বৈধ হয়।


নামাজের ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হলে। অনিশ্চিত হলে নামাজ হবে না, যদি তা ঠিক ওয়াক্তেও হয়।


কাবামুখী হয়ে দাঁড়ানো। তবে অসুস্থ এবং অপারগ ব্যক্তির জন্য এই শর্ত শিথিলযোগ্য।


সতর ঢাকা থাকতে হবে। পুরুষের সতর হল নাভির উপর থেকে হাঁটুর নিচ (টাখনুর উপরে) পর্যন্ত, আর নারীর সতর হল মুখমণ্ডল, দুই হাতের কব্জি ও দুই পায়ের পাতা ব্যতীত সারা শরীর।


পরিধেয় কাপড়, শরীর ও নামাজের স্থান পরিষ্কার বা পাক-পবিত্র হতে হবে।


অযু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে।


নামাজ কবুল হওয়ার শর্ত


ঈমান-আকীদা সহীহ শুদ্ধ হওয়া


শিরকমুক্ত হওয়া


বিদআতমুক্ত হওয়া


মুনাফেকীমুক্ত হওয়া


হারাম উপার্জন বর্জন করা


সৃষ্টির ফরজ হক্ক (হাক্কুল ইবাদ) আদায় করা ও বান্দার হক্ক নষ্ট না করা


 ফজর কত রাকাত ফরজ

ফজরে প্রথমে দুই রাকাআত সুন্নাত এবং পরে দুই রাকাআত ফরজ


জোহর কত রাকাত ফরজ

যুহরের নামাজ প্রথমে চার রাকাআত সুন্নাত। তারপর চার রাকাআত ফরজ এবং তারপর দুই রাকাআত সুন্নাত। এ দশ রাকাআত পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষ দুই রাকআত নফল নামাজও পড়ে। এ হিসেবে জোহরের নামাজ ১২ রাকাআত আদায় করা হয়।


 আসর কত রাকাত ফরজ

আসরের নামাজ চার রাকাআত পড়া ফরজ। কেউ কেউ ফরজের পূর্বে চার রাকাআত সুন্নাত নামাজ পড়ে থাকে।


 মাগরিব কত রাকাত ফরজ

মাগরিবে প্রথম তিন রাকাআত ফরজ। তারপর দুই রাকাআত সুন্নাত। কেউ কেউ সুন্নাতের পর দুই রাকাআত নফল পড়ে থাকে।


 ইশা কত রাকাত ফরজ

ইশার নামাজে চার রাকাআত ফরজ। তারপর দুই রাকাআত সুন্নাত। অতপর তিন রাকাআত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের পূর্বে চার রাকাআত সুন্নাত এবং বিতরের পর দুই রাকাআত নফলও নামাজ পড়ে থাকে।


পরিশেষে

সমগ্র মুসলিম উম্মাহকে ফজর ৪ রাকাআত; জোহর ১০ রাকাআত; আসর ৪ রাকাআত, মাগরিব ৫ রাকাআত এবং ইশার ৯ রাকাআত নামাজ যথাযথ আদায়ে যত্নবান হওয়া আবশ্যক। পাশাপাশি প্রত্যেক ওয়াক্তের আগে পরের সুন্নাত ও নফল আদায় করার তাওফিক দান করুন। আমিন। দৈনন্দিন জীবনে ইসলাম অবলম্বনে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url