দুরুদ শরীফ বাংলা উচ্চারণ pdf

 দুরুদ শরীফ বাংলা উচ্চারণ pdf।আজকে আপনাদেরকে দেখাব দুরুদ শরীফ পিডিএফ আকারে কিভাবে পাবেন কারণ অনেকে পিডিএফ আকারে যান কারণ পড়তে অনেক সুবিধা বা মোবাইলে সেভ করে রাখা যায় তো আজকে আপনাদেরকে দেখাবো তোর শরীফ পিডিএফ আকারে কিভাবে ব্যবহার করে আপনার ফোনে সেভ করে রাখতে পারেন




দরুদ শরীফ এর আরবী


اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ 


দরুদ শরীফ বাংলা উচ্চারণ। 


আল্লা-হুম্মা শ্বাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা শ্বাল্লাইতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আ-লি মুহাম্মদ, কামা বা-রাকতা আলা ইবরা-হীমা ওয়া আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামিদুম মাজীদ।


দরুদ শরীফ বাংলা অর্থ


হে আল্লাহ। তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর। যেমন তুমি ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গরবান্বিত। হে আল্লাহ। তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত বর্ষণ কর, যেমন তুমি ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গরবান্বিত


দরুদ শরীফ PDF 

দরুদ শরীফ এর বাংলা  PDF  করুণ। দরুদ শরীফ বাংলা উচ্চারণ থেকে মুখস্থ করতে ইচ্ছুক হলে নীচে PDF এর লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে দরুদ শরীফ এর বাংলা PDF  করুণ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url